২০১২-তে এইচপিকে ছাড়িয়ে অ্যাপল: যাত্রা- প্রধান নির্বাহী
হিউলেট-প্যাকার্ডের
(এইচপি) প্রধান নির্বাহী মেগ হোয়াইটম্যান বলেছেন, আগামীবছরের মধ্যেই
ব্যক্তিগত কম্পিউটারের বাজারে এইচপিকে ছাড়িয়ে যাবে অ্যাপলইনকরপোরেশন। গতকাল বুধবার
একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে এ কথাবলেন তিনি। তিনি বলেন, ‘ট্যাবলেট পিসিকে যদি
ব্যক্তিগত কম্পিউটারেরক্যাটাগরিতে ফেলি, তাহলে ২০১২ সালের মধ্যেই অ্যাপল এ বাজারে
প্রবৃদ্ধিতেএইচপিকে ছাড়িয়ে যাবে।’ হোয়াইটম্যান
আরও বলেন, ‘২০১২ সালে অ্যাপল এইচপিকেছাড়িয়ে গেলেও এইচপি ২০১৩ সালের মধ্যে পূর্বের
অবস্থানে ফেরত আসার আপ্রাণচেষ্টা চালাবে।’ তিনি বলেন, ২০১৩ সালে এইচপি মাইক্রোসফটের উইন্ডোজ-৮অপারেটিং সিস্টেম
ব্যবহার করে একটি নতুন ট্যাবলেট পিসি বাজারে আনবে।হোয়াইটম্যান আশা প্রকাশ করেন, তখনই অ্যাপলের সঙ্গে
লড়াইটা জমে উঠবে। টাইমসঅব ইন্ডিয়ার এক খবরে
জানা গেছে, গত আগস্ট মাসে এইচপি তাদের বাজারে ছাড়াট্যাবলেট পিসির
বিক্রি বন্ধ করে দেয়। হতাশাজনক বিক্রির
কারণেই এইচপি সেইসিদ্ধান্ত নিয়েছিল; কারণ, ওয়েবওএস অপারেটিং সিস্টেমের সেই টাচ প্যাডট্যাবলেটটি সব দিক
দিয়েই অ্যাপলের আইপ্যাডের কাছে মার খেয়েছিল।
No comments:
Post a Comment