ফ্রিল্যান্সিংবিষয়ে ই-এশিয়ার প্রাক-সম্মেলন সেমিনারে অংশ নিয়েছেন
ওডেস্কের ভাইসপ্রেসিডেন্ট ম্যাট কুপার। বুধবার
বেসিস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করেবাংলাদেশ
অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
'ফ্রিল্যান্সিংথ্রো অনলাইন প্লাটফর্মস : নিউ আউটসোর্সিং ট্রেন্ড' বিষয়ক
এ সেমিনারে মূলবক্তব্য উপস্থাপনের পাশাপাশি উপস্থিত
ফ্রিল্যান্সারদের বিভিন্ন প্রশ্নেরউত্তর
দেন ম্যাট কুপার। বেসিসের
ঊর্ধ্বতন সহসভাপতি ফাহিম মাশরুরেরপরিচালনায়
এ সেমিনারে শতাধিক ব্যক্তি অংশ নেন।
No comments:
Post a Comment