Dec 3, 2011

ফ্রিল্যান্সিং সেমিনারে ম্যাট কুপার


ফ্রিল্যান্সিং বিষয়ে ই-এশিয়ার প্রাক-সম্মেলন সেমিনারে অংশ নিয়েছেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপারবুধবার বেসিস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)
'
ফ্রিল্যান্সিং থ্রো অনলাইন প্লাটফর্মস : নিউ আউটসোর্সিং ট্রেন্ড' বিষয়ক এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি উপস্থিত ফ্রিল্যান্সারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ম্যাট কুপারবেসিসের ঊর্ধ্বতন সহসভাপতি ফাহিম মাশরুরের পরিচালনায় এ সেমিনারে শতাধিক ব্যক্তি অংশ নেন

_______ITndNEWS

Dec 1, 2011

২০১২-তে এইচপিকে ছাড়িয়ে অ্যাপল: যাত্রা- প্রধান নির্বাহী

হিউলেট-প্যাকার্ডের (এইচপি) প্রধান নির্বাহী মেগ হোয়াইটম্যান বলেছেন, আগামী বছরের মধ্যেই ব্যক্তিগত কম্পিউটারের বাজারে এইচপিকে ছাড়িয়ে যাবে অ্যাপল ইনকরপোরেশন
গতকাল বুধবার একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেন তিনিতিনি বলেন, ‘ট্যাবলেট পিসিকে যদি ব্যক্তিগত কম্পিউটারের ক্যাটাগরিতে ফেলি, তাহলে ২০১২ সালের মধ্যেই অ্যাপল এ বাজারে প্রবৃদ্ধিতে এইচপিকে ছাড়িয়ে যাবে
হোয়াইটম্যান আরও বলেন, ‘২০১২ সালে অ্যাপল এইচপিকে ছাড়িয়ে গেলেও এইচপি ২০১৩ সালের মধ্যে পূর্বের অবস্থানে ফেরত আসার আপ্রাণ চেষ্টা চালাবেতিনি বলেন, ২০১৩ সালে এইচপি মাইক্রোসফটের উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করে একটি নতুন ট্যাবলেট পিসি বাজারে আনবে হোয়াইটম্যান আশা প্রকাশ করেন, তখনই অ্যাপলের সঙ্গে লড়াইটা জমে উঠবে
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেছে, গত আগস্ট মাসে এইচপি তাদের বাজারে ছাড়া ট্যাবলেট পিসির বিক্রি বন্ধ করে দেয়হতাশাজনক বিক্রির কারণেই এইচপি সেই সিদ্ধান্ত নিয়েছিল; কারণ, ওয়েবওএস অপারেটিং সিস্টেমের সেই টাচ প্যাড ট্যাবলেটটি সব দিক দিয়েই অ্যাপলের আইপ্যাডের কাছে মার খেয়েছিল

_______ITndNEWS

গর্বের সন্তান ফেসবুকে !


সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্ক ফেসবুকে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা কন্যাশিশু মারিয়া গ্রিনের এখনো জন্মই হয়নিজন্মের আগেই তাঁর নামে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছেযুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাট ও এলি নামের এক দম্পতি এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেনটাইমস অব ইন্ডিয়ার সংবাদে এ তথ্য জানানো হয়েছে
ম্যাট ও এলি জানেন তাঁদের একটি কন্যাশিশু হবে এবং তাঁর জন্ম হতে পারে ৯ জুনজন্মের আগেই ১ জুন পর্যন্ত ওই শিশুটির ফেসবুকে বন্ধুর সংখ্যা ২৬৮ জনে দাঁড়িয়েছেযদিও তার বন্ধু হওয়ার অনুরোধ এসেছে ৩৫০টি কিন্তু অপরিচিত কাউকে তার পিতামাতা বন্ধু করছেন না
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাট বলেন, শিশুটি পৃথিবীতে আসছেএ সংবাদটি আমাদের সব বন্ধুকে কীভাবে জানাব, সে ব্যাপারে আমারা নিশ্চিত ছিলাম নাএর ভালো উপায় হিসেবে ফেসবুককে আমরা বেছে নিইফেসবুকের মাধ্যমে মা ও শিশু সম্পর্কে প্রতিনিয়ত আমরা বন্ধুদের অবহিত করছি
ম্যাট আরও জানান, আমরা নিজেদের ছোটবেলার কথা চিন্তা করলে দেখব অনেক কিছুই ভুলে গেছিতাই আমাদের সন্তানের সব তথ্যই এখানে রাখছি
__ITNews
"