Dec 3, 2011

ফ্রিল্যান্সিং সেমিনারে ম্যাট কুপার


ফ্রিল্যান্সিং বিষয়ে ই-এশিয়ার প্রাক-সম্মেলন সেমিনারে অংশ নিয়েছেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপারবুধবার বেসিস মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)
'
ফ্রিল্যান্সিং থ্রো অনলাইন প্লাটফর্মস : নিউ আউটসোর্সিং ট্রেন্ড' বিষয়ক এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি উপস্থিত ফ্রিল্যান্সারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ম্যাট কুপারবেসিসের ঊর্ধ্বতন সহসভাপতি ফাহিম মাশরুরের পরিচালনায় এ সেমিনারে শতাধিক ব্যক্তি অংশ নেন

_______ITndNEWS

Dec 1, 2011

২০১২-তে এইচপিকে ছাড়িয়ে অ্যাপল: যাত্রা- প্রধান নির্বাহী

হিউলেট-প্যাকার্ডের (এইচপি) প্রধান নির্বাহী মেগ হোয়াইটম্যান বলেছেন, আগামী বছরের মধ্যেই ব্যক্তিগত কম্পিউটারের বাজারে এইচপিকে ছাড়িয়ে যাবে অ্যাপল ইনকরপোরেশন
গতকাল বুধবার একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেন তিনিতিনি বলেন, ‘ট্যাবলেট পিসিকে যদি ব্যক্তিগত কম্পিউটারের ক্যাটাগরিতে ফেলি, তাহলে ২০১২ সালের মধ্যেই অ্যাপল এ বাজারে প্রবৃদ্ধিতে এইচপিকে ছাড়িয়ে যাবে
হোয়াইটম্যান আরও বলেন, ‘২০১২ সালে অ্যাপল এইচপিকে ছাড়িয়ে গেলেও এইচপি ২০১৩ সালের মধ্যে পূর্বের অবস্থানে ফেরত আসার আপ্রাণ চেষ্টা চালাবেতিনি বলেন, ২০১৩ সালে এইচপি মাইক্রোসফটের উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করে একটি নতুন ট্যাবলেট পিসি বাজারে আনবে হোয়াইটম্যান আশা প্রকাশ করেন, তখনই অ্যাপলের সঙ্গে লড়াইটা জমে উঠবে
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেছে, গত আগস্ট মাসে এইচপি তাদের বাজারে ছাড়া ট্যাবলেট পিসির বিক্রি বন্ধ করে দেয়হতাশাজনক বিক্রির কারণেই এইচপি সেই সিদ্ধান্ত নিয়েছিল; কারণ, ওয়েবওএস অপারেটিং সিস্টেমের সেই টাচ প্যাড ট্যাবলেটটি সব দিক দিয়েই অ্যাপলের আইপ্যাডের কাছে মার খেয়েছিল

_______ITndNEWS

গর্বের সন্তান ফেসবুকে !


সামাজিক যোগাযোগের জনপ্রিয় নেটওয়ার্ক ফেসবুকে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা কন্যাশিশু মারিয়া গ্রিনের এখনো জন্মই হয়নিজন্মের আগেই তাঁর নামে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছেযুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাট ও এলি নামের এক দম্পতি এই অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছেনটাইমস অব ইন্ডিয়ার সংবাদে এ তথ্য জানানো হয়েছে
ম্যাট ও এলি জানেন তাঁদের একটি কন্যাশিশু হবে এবং তাঁর জন্ম হতে পারে ৯ জুনজন্মের আগেই ১ জুন পর্যন্ত ওই শিশুটির ফেসবুকে বন্ধুর সংখ্যা ২৬৮ জনে দাঁড়িয়েছেযদিও তার বন্ধু হওয়ার অনুরোধ এসেছে ৩৫০টি কিন্তু অপরিচিত কাউকে তার পিতামাতা বন্ধু করছেন না
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাট বলেন, শিশুটি পৃথিবীতে আসছেএ সংবাদটি আমাদের সব বন্ধুকে কীভাবে জানাব, সে ব্যাপারে আমারা নিশ্চিত ছিলাম নাএর ভালো উপায় হিসেবে ফেসবুককে আমরা বেছে নিইফেসবুকের মাধ্যমে মা ও শিশু সম্পর্কে প্রতিনিয়ত আমরা বন্ধুদের অবহিত করছি
ম্যাট আরও জানান, আমরা নিজেদের ছোটবেলার কথা চিন্তা করলে দেখব অনেক কিছুই ভুলে গেছিতাই আমাদের সন্তানের সব তথ্যই এখানে রাখছি
__ITNews

Nov 30, 2011

চট্টগ্রামে শুরু হচ্ছে 'ক্যাস্পারস্কি আইটি ফেয়ার' কম্পিউটার মেলা


চট্টগ্রামের চৌমুহনীর জোহরা টাওয়ারে কাল থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী 'ক্যাস্পারস্কি আইটি ফেয়ার' শীর্ষক কম্পিউটার মেলাচট্টগ্রামের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্যের বাজার 'চিটাগাং কম্পিউটার সিটি'র যাত্রা শুরু উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছেমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুর আলম মঞ্জুমেলায় দর্শনার্থীদের জন্য কুইজ, পুরস্কার এবং পণ্য ক্রয়ে ছাড়সহ বিভিন্ন উপহার থাকছে বলে জানান মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম রিপন
গত সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আয়োজক কমিটিসংবাদ সম্মেলনে চিটাগাং কম্পিউটার সিটির সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন জুয়েল বলেন, 'আরএফ জোহরা টাওয়ারের তৃতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত প্রায় ৫৪টি স্থায়ী প্রতিষ্ঠানে সারা বছর সব ধরনের প্রযুক্তি পণ্য পাওয়া যাবেএসব পণ্যের বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান নিশ্চিত করা হবে'
চিটাগাং কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বলেন, 'নিত্যনতুন অত্যাধুনিক ল্যাপটপ, নোটপ্যাড এবং অন্যান্য সরঞ্জামও পাওয়া যাবে এই কম্পিউটার সিটিতে'
সফল আয়োজনের মধ্য দিয়ে মেলা এবং চট্টগ্রামের এই কম্পিউটার সিটি আইটি ব্যবহারকারীদের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি করবে বলে আশা করছেন মেলার মিডিয়া কনসালটেন্ট প্রবীর বড়ুয়ামেলার টাইটেল স্পন্সর ক্যাস্পারস্কিগোল্ড স্পন্সর ফুজিসু, লজিটেক, তোশিবা এবং কো-স্পন্সর ম্যাকগ্রিন, সুপার টেলেন্ট ও ইউসিসিমিডিয়া পার্টনার দৈনিক আজাদী, রেডিও টুডে এবং এটিএন নিউজ

____

Nov 29, 2011

চট্টগ্রামে প্রযুক্তি মেলা


চট্টগ্রামে কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখায় শুরু হয়েছে 'শীতের আমেজে বিজয় উসব' নামের প্রযুক্তি মেলা
গত শরিবার শুরু হওয়া এই মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্তমেলায় ডেস্কটপ, ল্যাপটপ, ব্র্যান্ড কম্পিউটারসহ বিভিন্ন নেটওয়ার্কিং পণ্য স্বল্পমূল্যে পাওয়া যাবেআর মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে পণ্য কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে নিশ্চিত উপহার

____সাইফ

Nov 28, 2011

UPDATE কম্পিউটার যন্ত্রাংশের দাম....


প্রসেসর: ইন্টেল কোর আই৫ (৩.২০ গি.হা) ১৫,৩০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০; ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৯,৮০০ টাকাপেন্টিয়াম ডুয়েল কোর২.৮ গি.হা. ৫,৩০০; কোর টু কোয়াড-৩.৩৩গি.হা. ১২,৫০০ টাকা মাদারবোর্ড: গিগাবাইট জি এ৪১ এমটি-ডি-৩ ৪,১০০; জি৪১এমটি-ইএস২ এল ৪,৩০০; জি ৪১এম কমবো ৪,২০০; এইচ৫৫এম-ডিটুএইচ ৬,৫০০ টাকাইন্টেল ডিএইচ৫৫পিজে ৬,৮০০, ডিজি৩৩টিএলএম ৭,১০০ টাকাআসুস পি৫জি-৪১টি-এম৪১০০ ৪,৩০০; জি৪১ ৪,৬০০ টাকা ফক্সকন জি৩১ এমভি ৩,০০০; এইচ৪১ এমএক্সইভি ৩,৩০০; এইচ৫৫ এক্সভি ৫,২০০ টাকা র‌্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ১,৯০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,২০০ টাকাহার্ডডিস্ক ড্রাইভ: ৩২০ গি.বা. ৩,০০০; ৫০০ গি.বা. ৩,৪০০ টাকাহিটাচি ১ টেরাবাইট ,৬০০; ২৫০ গি.বা. ২,৫০০; ৫০০ গি.বা. ৩,৫০০;পেনড্রাইভ: অ্যাপাসার ৪ গি.বা. ৬৫০, ৮ গি.বা. ১০০০ থেকে ১,৬০০এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ,২০০; ১৮.র্৫র্ ৮,১০০; ২র্০র্ ১০,৫০০; ২১.র্৫র্ ১৩,৮০০; ২৩.র্৫র্ ২৫,৫০০ টাকাফিলিপস ১৮.র্৫র্ ৮,০০০টাকাডেল ১৮.র্৫র্ ৭,৯০০ টাকাএলজি ১৮.৫র্ র্ ,৯০০; ১৭র্ র্ ৭,৪০০; ২১.৫র্ র্ ১৩,৫০০ টাকাহাইউন্দাই এলসিডি; ১র্৯র্ ,৮০০; ২র্৭র্ ২৯,৩০০ টাকাগ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচ ডি-৫৫৭০ ১গি.বা. ,৫০০, এক্সএফএক্স এইচ ডি-৫৬৭০ ১গি.বা.৬,২০০ টাকাআসুস: ২৫৬ মেগাবাইট ,০০০, এক্সএফএক্স এইচডি৪৫৫০ ১ গি.বা. ৪,৭০০, এইচডি৫৮৫০ ৭২৫ গি.বা. ১০,১০০ টাকাডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ৫২x২৪x৫২এক্স ১,৫০০ টাকাআাাসুস ৫২x৩২x৫২এক্স ১,৮০০ টাকাসনি ডিভিডি-আরডব্লিউ ১,৭০০ টাকাকেসিং: ১,৪০০ থেকে ৩,৬০০ টাকামাউস: ২৫০ থেকে ৩০০০ টাকাকি-বোর্ড: সাধারণ ৩৫০ থেকে ,৫০০ টাকামাল্টিমিডিয়া ৫৫০ টাকাস্পিকার: মাইক্রোল্যাব (২:১) ১,৩০০ থেকে ৩,৬০০ টাকাক্রিয়েটিভ এসবিএস ৮০০ টাকাগোল্ডেন ব্রিজ এফটি৮০৫ (২:১) ,৩০০ টাকামডেম: মোবিডেটা ইডিজিই ২,৪০০; এইচএসডিপিএ ৩,০০০ টাকা জিপিআরএস: টেকনো টিএম০০৮ ২,১০০ টাকামোবিডাটা ২,১০০ টাকা (ইউএসবি)টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ২,৬০০; এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৪০০ টাকারিয়েলভিউ আরভি ১,৭০০ টাকাপ্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি-২৭৭২ ২,৮৫০ টাকাএইচপি১৬৬৬ ডেস্কজেট ৫,৫০০ টাকাএপসন টি৬০ ১২,০০০ টাকাএইচপি লেজার পি-১১০২ ৮,৪০০ টাকাব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৮,৭০০ টাকাস্যামসাং এমএল ১৬৬৩ (লেজার) ৫,৬০০ডেল ৮,৯০০ থেকে ২১,০০০ টাকাপোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,০০০; ৩২০ গি.বা ৪,১০০; ৬৪০ গি.বা ৬,৩০০, ২ টেরাবাইট ১২,২০০ টাকাএডেটা ৫০০ গি.বা. ৪,৫০০ইউপিএস: কেষ্টার ৬৫০ ভিএ ২,৬০০; ১২০০ ভিএ ৪,৪০০ টাকা , ৩কেভিএ ৩৬,০০০ টাকা, ১০ কেভিএ ১,০৫,০০০টাকা
 —সংগ্রহ: সাইফ

নতুন পেনড্রাইভ বাজারে

ইউএসবি ৩.০ ঘরানার এ ডেটার নতুন পেনড্রাইভ বাজারে এসেছেএস১০২ মডেলের এই পেনড্রাইভ অ্যালুমিনিয়াম দিয়ে ঢাকা৮ গিগাবাইটের এ পেনড্রাইভের দাম ৯৫০ টাকাএনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি.
________সাইফ

ডিসেম্বরে ঢাকায় ফ্রিল্যাস্নিং সম্মেলন


আসছেন ম্যাট কুপার
ফ্রিল্যাস্নিং আউটসোর্সিংয়ের সমস্যা ও সম্ভবনা নিয়ে ঢাকায় ফ্রিল্যাস্নিং সম্মেলন আয়োজন করা হয়েছে।তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আয়োজন ই-এশিয়ার অংশ হিসাবে ৩ ডিসেম্বর বঙ্গবন্দু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্টিত হবে। এতে প্রাধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশ্বের শীর্ষ অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্ক এর প্রাধান পরিচালনা কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার। এ ছাড়া ভারত, ফিলিপাইন, বাংলাদেশের শীর্ষ তনুন ফ্রিল্যাস্নিররা এতে অংশ নেবেন। এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেম ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারন সম্পাদক মুনির হাসান বলেন, বাংলাদেশ নতুন প্রজন্মের কাছে ফ্রিল্যাস্নিং আউটসোর্সিংয়ে আগ্রহ অনেক বেড়েছে। ২০১০ সালে এ খাতে প্রায় ৫২ কোটি টাকা আয় হয়েছে। বাংলাদেশ ফ্রিল্যাস্নারদের জন্য সম্মেলনটি নিশ্চয়ই দিকনির্দেশনামূলক হবে। ২০১১ সালে বেসিস আউটসোর্সিং ফ্রিল্যাস্নার সম্মননায় শীর্ষ স্থানে পাওয়া আল আমিন চৌধুরী জানান নতুন ফ্রিল্যাস্নারদের জন্য এ সম্মেলন পথনির্দেশনা হিসাবে কাজ করবে। অনলাইন আউটসোর্সিং জগতে সুপরিচিত ব্যাক্তিদের এই উপস্থিতি কোনো কারণেই নষ্ট করা উচিত হবে না। ই-এশিয়া সূত্রে জানা গেছে ফ্রিল্যাস্নিং সম্মেলন অংশ নিতে হলে বিনা মূল্যে নিবন্ধন করতে হবে। বঙ্গবন্দু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্টিত বিসিএস আইসিটি ওয়ার্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত ই-এশিয়া রোড শো থেকে নিবন্ধন করা যাবে।
_____By internet

Nov 24, 2011

ড্রাইভারের আইকন ইচ্ছেমতো!


ইচ্ছে করলে আপনি আপনার কম্পিউটারের ড্রাইভারের আইকন ইচ্ছেমতো পরিবর্তন করতে পারেন। এ জন্য প্রয়োজন Autorun.inf ফাইল এবং আপনার পছন্দমতো একটা আইকন। প্রথমে আপনার আইকনটি MY ICON  নামে Save করে নিন। এবার একটি Autorun.inf  ফাইল তৈরি করার জন্য একটি নোটপ্যাড খুলে নিচের সংকেত গুলো লিখুন-
[autorun.inf]
ICON=MY ICON.ico
********************************
এবং Autorun.inf নামে save করুন। দেখবেন Autorun.inf ফাইল তৈরি হয়ে গেছে। এবার আপনার পছন্দের আইকন এবং autorun.inf ফাইলটি আপনার পছন্দের ড্রাইভে past করুন।
ফাইল দুটো Hidden করে কম্পিউটার restart করলে দেখবেন, আপনার ড্রাইভের আইকন পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনার সব ড্রাইভের আইকন পরিবর্তন করে নিতে পারেন।
__________সাইফ ০১৮১৫১১৩০৬৬

কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার বাদ দিন


কখনো কখনো কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Add/Remove তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যাবহারকারীরা ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করে দিলে এ সমস্যা দেখা দেয়। প্রায় প্রতিটি কম্পিউটার ব্যাবহারকারীকেই মাঝে মধ্যে এই সমস্যার মুখোমুখি দেখা যায়।
এ সমস্যার একটি কার্যকর সমাধান খুজতে আপনাকে উন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে । আর এ জন্য যা করতে হবে তা হলো:
Start > Run- এ যান। ডায়লগ বক্সে regedit কথাটি লিখুন-ok
এরপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Uninstall -অংশে চলে যান।
এখন এখান থেকে যে সফটওয়্যার গুলোক আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নিবার্চন করে মুছে ফেলুন।
এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।
__________সাইফ ০১৮১৫১১৩০৬

Nov 23, 2011

ফেইসবুক(facebook) পরিচিতি...


Facebook.svg


প্রতিষ্ঠাকাল -   ক্যাম্ব্রিজ, ম্যাসাচুসেটস
(৪ ফেব্রুয়ারী, ২০০৪)
প্রধান কার্যালয় -    পাওলো আলটো, ক্যালিফোর্নিয়া
ডাবলিন, আয়ারল্যান্ড (ইউরোপ, আফ্রিকা ও মধ্য প্রাচ্য কার্যালয়)
মুখ্য ব্যক্তি -     মার্ক জুকেরবার্গ, প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা
ডাস্টিন মস্কোভিতস, সহ-প্রতিষ্ঠাতা
শেরিল স্যান্ডবার্গ, প্রধান পরিচালন কর্মকর্তা
ম্যাট কোহলার, ভাইস প্রেসিডেন্ট পণ্য ব্যবস্থাপনা
ক্রিস হিউজ, সহ-প্রতিষ্ঠাতা
ওয়েবসাইট -     www.facebook.com
শুরু হয় -    ২০০৪ ফেব্রুয়ারি


আমরা অনেকেই কম-বেশি Facebook নামটার সাথে পরিচিত!
ফেইসবুক(ইংরেজি:Facebook) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে প্রতিষ্ঠিত হয়এটিতে নিখরচায় সদস্য হওয়া যায়এর মালিক হলো ফেইসবুক ইনকব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেনশিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে
মার্ক জ্যাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্‌স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেইসবুক নির্মাণ করেনওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়সারাবিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন ৮০০ মিলিয়ন কার্যকরী সদস্য
ফেইসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছেসিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছেএটার ব্যবহার সময় অপচয় ব্যাখ্যা দিয়ে কর্মচারীদের নিরুসাহিত করে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছেফেইসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জুকেরবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেইসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসা করেছে।
_____সাইফ
we are ready to help you.
If need any IT/NETWORK solution you can contact with our.
"