Nov 24, 2011

কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার বাদ দিন


কখনো কখনো কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Add/Remove তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যাবহারকারীরা ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করে দিলে এ সমস্যা দেখা দেয়। প্রায় প্রতিটি কম্পিউটার ব্যাবহারকারীকেই মাঝে মধ্যে এই সমস্যার মুখোমুখি দেখা যায়।
এ সমস্যার একটি কার্যকর সমাধান খুজতে আপনাকে উন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে । আর এ জন্য যা করতে হবে তা হলো:
Start > Run- এ যান। ডায়লগ বক্সে regedit কথাটি লিখুন-ok
এরপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Uninstall -অংশে চলে যান।
এখন এখান থেকে যে সফটওয়্যার গুলোক আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নিবার্চন করে মুছে ফেলুন।
এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।
__________সাইফ ০১৮১৫১১৩০৬

No comments:

Post a Comment

"