Nov 30, 2012

গ্রামীন ফোন ইন্টারনেট হ্যাকিং


প্রয়োজনীয় জিনিসঃ ১টা সিম + যে ব্রাউজার লাগবে:
মজিলা ফায়ার ফক্স
প্রথম ধাপঃ প্রথমে আপনার সিমের ব্যালেন্স
কমিয়ে নিন। একেবারে খালি হলে ১০টাকা রিচার্জ করে p1 লিখে ৫০০০ নাম্বারেএসএমএস পাঠান
দ্বিতীয় ধাপঃ মজিলা ফায়ার ফক্স ওপেন করুন। টুলস মেনু
থেকে অপশনে যান এরপর এডভান্স থেকে নেটওয়ার্ক
সিলেক্ট করুন। এবার সেটিংস আইকনে সিলেক্ট
করে ম্যানুয়েলি প্রক্সি কনফিগারেশন
  ক্লিক করুন।
প্রক্সি ঘরে 66.90.79.172দিন পোর্ট ঘরে 80 দিন এবার ওকে দিয়ে সেভ দিয়ে নিন। ব্যাসকাজ শেষ 
এবার মডেম লাগিয়ে ফাইয়ারফক্সের সাহায্যে ব্রাউজ
করুন  ডাউনলোড করুন 

__সংগ্রহ

Nov 14, 2012

মাউসের বিকল্প ব্যবহার


জরুরি একটি "পাওয়ার পয়েন্ট" প্রেজেন্টেশান আজ জমা দেতে হবে। কম্পিউটার বসতে দেখা গেলো , মাউস কাজ করেনা ! ঠিকও করা যাচ্ছে না। এখন কি ওপাই ? উইন্ডোজ একটি সেটিং পরিবরতন করে বিকল্প বেবস্থায় চালাতে পারেন জরুরি মাউস এর কাজ। এ জন্য কীবোর্ড থেকে একসঙ্গে left Alt + left Shift + NUM LOCK কি চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে । এই উইন্ডো তে ok  প্রেস করুন । এবার NUM LOCK বাটন সঙ্ক্রিয় করুন । এতে কীবোর্ডের কি দিয়ে মাউস কার্সর নানা চারা করা যাবে। 1,2,3,4,5,6,7,8 বাটন দিয়ে মাউস নাড়ানো যাবে । আর 5 দিয়ে মাউস এর left click এবং + দিয়ে ডাবল click করা যাবে । ডান পাশের crtl এর বামে বাটনটি  মউসের Right click হিসাবে কাজ করে । শেষ NUM LOCK  OFF  করলে এ সবিধা বন্ধ হয়ে যাবে ।

ইউন্ডোজ ও ভার্সনের নাম ডেস্কটপে দেখতে চান

তারা এই ভাবে সেটাকে ডেস্কটপের রাইট সাইটে টাস্কবার এর উপরে দেখতে পাবেন
তারজন্য প্রথমে আপনার রান গিয়ে টাইপ করুন  Regedit এবং ইন্টার প্রেস করুন
এবার সিলেক্ট করুন HKEY_CURRENT_USER >Control Panel>Desktop>Paint Desktop Version এবং ২বার ক্লিক করুন
এবং এর মান থেকে করে ওকে দিন, এবার সিস্টেম রিস্টার্ট করে নিন

Nov 12, 2012


Internet Source – সীমিত থাকার কারণে – খুদা , দারিদ্র , শিক্ষা  তথা মৌলিক চাহিদা  পূরণ   আজকের দিনের জন্য কষ্ট সাধ্য একটা ব্যাপার  । যদি আমরা আমাদের জনসংখা কে জনশম্পদে  পরিনত করতে পারি – তাহলে জনসংখা বৃদ্ধি অভিশাপ না হয়ে আশির্বাদ হবে।  বর্তমানে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের লক্ষে OUT SOURCING একটা যুগোপযোগী পেশা হিসেবে যে কোনো শিক্ষিত বেকার বেছে  নেবে । online earning এখন আর কোনো কল্পনার বিসয় নয় ।  আমাদের আসে পাসে অনেককেই  আমরা দেখসি  যারা interner এর  মাধ্যমে বাংলাদেশের অনেক ভালো চাকরির চাইতেও বেশী  উপার্জন  করসে ।  বাংলাদেশের জনগোষ্ঠির বৃহত একটা অংশ শিক্ষিত কিন্তু বেকার যা সমাজ ও জাতির জন্য বোজা ।  কর্মসংস্থান যাদের জন্য বিশাল একটা সমসসা ।  দেশের এই বৃহত  শিক্ষিত  যুব  সমাজ কে কাজে লাগাতে পারলে আমাদের দেশের অর্থনোয়তিক অবস্থা সুদৃঢ় হবে , তাতে কোনো সন্দেহ নাই ।

বাংলাদেহ্সের  অনলাইন ফ্রীলান্স ট্রেনিং  জগতে প্রথম এবং একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান TEAM- BOTS ( TEAM  BANGLADESH ONLINE TRAINING SCHOOL)  গত কয়েক বসর যাবত শিক্ষিত বেকার যুবকদের  ফ্রীলান্সিং  প্রশিক্ষণ দিয়ে সনির্ভর করে গড়ে তুলসে । আমাদের পার্সবতী দেশ  ভারত , পাকিস্তান, ফিলিপিনে সুধু  OUT সৌর্সিং খাত থেকে যে পরিমান বৈদেশিক মুদ্রা আয়  করে থাকে তা আমাদের মত দারিদ্র প্রিত দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনকাম  উত্তস হিসেবে বিবেচিত হতে পারে ।  বাংলাদেশের পপ্রযুক্তিগত  সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকা সত্তেও আমরা চেষ্টা করলে খুব বেশি  সময় লাগবে না তাদের সারিতে পৌসিতে এবং দেশে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে 

আসুন আমরা OUT SOURCING নামক NEW CONCEPT কে পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের তথা দেশ ও জনগনের
ভাগ্গ্য পরিবর্তন করে দেশ ও জাতি গঠনে আন্তরিক ভাবে চেষ্টা করি.


PTC! PTC! করে আপনার মেধা শেষ করবেন? না কি মজার মজার কিছু শিখবেন? সঙ্গে আয়ও করবেন


আমার এই লেখাটি নতুনদের জন্য যারা অভিজ্ঞ তাদের কাছে আমার সালাম এবং শ্রদ্ধা রইল। 
অনলাইনে ইনকাম করা যায় অনেকে শুনেছেন কিন্তু কখনো নিজে করেছেন? হ্যাঁ এবার নিজেই করবেন। আমাদের দেশের অধিকাংশ ছাত্রদের পরালেখা চালিয়ে নেওয়ার মূল সম্বল হল Tuition বা Outsourcing ।

আউটসোর্সিং কী?

কোন একটি প্রতিষ্টানের কাজ বাহিরের কাউকে দিয়ে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। আমাদের দেশে আউটসোর্সিং-এর কাজ করে অনেকেই আত্ননির্ভরশীল। আউটসোর্সিং সম্বন্ধে যারা একেবারেই জানেনা তারা আমার আউটসোর্সিং রিলেটেড লেখাটি পড়ুন বা এখানে আউটসোর্সিং রিলেটেড অনেক লেখা আছে সেগুলো পড়ুন। যারা কিছু কিছু জানে তাদের জন্য এই লেখাটি। আউটসোর্সিং নামটা আসলে প্রথমেই মনে আসে oDesk-এর কথা

লুকিয়ে ফেলুন আপনার পিসি‘র “System Properties


আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি যদি চান মাই কম্পিউটার থেকে  লুকিয়ে ফেলতে পারেন “System Properties” স্ক্রীণ। আর এটা করতে পারেন  রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে। নিচে দেখুন:
প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।
এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।
এবার ডানপাশের প্যানেলে গিয়ে একটি নতুন DWORD ভ্যালু তৈরী করুন।
ভ্যালু নাম- NoPropertiesMyComputer,

সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার



সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।সারা HARD DISK এ তৈরী হবে হাজার হাজার ফোল্ডার । ভিকটিমের এক একটি ফোল্ডারের ফাইল ছড়িয়ে পড়বে এই সব ফোল্ডারে । সব এলোমেলো হয়ে যাবে ।
*.notepad ওপেন করুন এবং নিচের কোডটি কপি করে নিন ।
#include
#include
#include
#include
#include

"