Nov 14, 2012

মাউসের বিকল্প ব্যবহার


জরুরি একটি "পাওয়ার পয়েন্ট" প্রেজেন্টেশান আজ জমা দেতে হবে। কম্পিউটার বসতে দেখা গেলো , মাউস কাজ করেনা ! ঠিকও করা যাচ্ছে না। এখন কি ওপাই ? উইন্ডোজ একটি সেটিং পরিবরতন করে বিকল্প বেবস্থায় চালাতে পারেন জরুরি মাউস এর কাজ। এ জন্য কীবোর্ড থেকে একসঙ্গে left Alt + left Shift + NUM LOCK কি চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে । এই উইন্ডো তে ok  প্রেস করুন । এবার NUM LOCK বাটন সঙ্ক্রিয় করুন । এতে কীবোর্ডের কি দিয়ে মাউস কার্সর নানা চারা করা যাবে। 1,2,3,4,5,6,7,8 বাটন দিয়ে মাউস নাড়ানো যাবে । আর 5 দিয়ে মাউস এর left click এবং + দিয়ে ডাবল click করা যাবে । ডান পাশের crtl এর বামে বাটনটি  মউসের Right click হিসাবে কাজ করে । শেষ NUM LOCK  OFF  করলে এ সবিধা বন্ধ হয়ে যাবে ।

No comments:

Post a Comment

"