Sep 13, 2012

facebook page Like করে, twitter/ google+ Follow করে , youtube subscribe করে, pinterest / Digg follow বা micro job করে আয় করুন সহজেই.

শুরুতেই বলে নেই এখানে কাজ করতে হলে কম্পিউটার থাকতে হবে এবং একটি PC দিয়ে কেবল একটি Account খুলবেন।
১ ডলার হলেই টাকা তুলতে পারবেন Payza বা bKash ( grameenphone / Robi এর মোবাইল ব্যাংকিং)  এর মাধ্যমে।
প্রথমেই নিচের লিংকে গিয়ে ফ্রী Register করুন। এরপর Email Verifyকরে Log In করুন।
email এর Inbox এ Verify message না পেলে Spam option এ খুজে দেখুন।
Log in করার পর নিচের  ছবির মত Earn Coins এ ক্লিক করুন।
undefined
Earn Coins এর প্রতিটি সেকশন থেকেই আপনি আয় করতে পারবেন(যদি আপনার সব কয়টিতে Account থাকে)।
Earn Coins থেকে Fb / twitter বা যে Option থেকে আয় করতে চান তা সিলেক্ট করুন।
আপনার Fb ac এ Log in করুন এরপর Fb সিলেক্ট করলে কতগুলো Fb page এর লিংক আসবে, page গুলো লাইক করে Confirm করুন। প্রতিটিpage লাইকের জন্য আপনি নির্দিষ্ট পরিমান Coin পাবেন।
Fb page সব লাইক শেষ হলে Page টি Refresh করুন আবার কিছু fb page এর লিংক দেবে আবার আগের মত লাইক করুন।
এভাবে সব কয়টি fb page লাইক শেষ হলে Earn Coin থেকে twitter বা অন্য কোনো Section select করুন। সেখান থেকে যে কাজ দেবে তা সমাপ্ত করুন তাহলে ওই কাজের জন্য নির্দিষ্ট Coin আপনার Account এ জমা হবে।
সবচেয়ে ভালো হয় সব কয়টি সাইটে আপনার Account থাকলে। তাহলে প্রতিটি সেকশন থেকেই আয় করতে পারবেন এতে আয় বেশি হবে।
Facebook, twitter এ সবার ই Account থাকলেও অন্য গুলাতে নেই।
নিচের লিংক গুলোতে একটি করে Account খুলে ফেলুন।
(একটা কথা বলে রাখা ভাল ফেসবুক থেকে অন্য সাইট গুলাতে কয়েন আয় করা বেশি সহজ)

Sep 10, 2012

সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ ওএস হলো উইন্ডোজ ৭

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেম এখন উইন্ডোজ ৭। অগাস্ট মাসে নেট অ্যাপ্লিকেশনের তৈরি মাসিক প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজ এক্সপিকে হটিয়ে শীর্ষস্থানীয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের সিংহাসনটি দখল করে নিয়েছে উইন্ডোজ ৭। খবর ম্যাশএবল-এর।

২০০১ সালে মাইক্রোসফট বাজারে এনেছিলো উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম। এরপর থেকে জনপ্রিয় ডেস্কটপ অপারেটিং সিস্টেমের সিংহাসনটি এক্সপির দখলেই ছিলো। তবে নেট অ্যাপ্লিকেশনের প্রতিবেদন অনুযায়ী ৪২ দশমিক ৭৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এক্সপিকে টপকে গেছে উইন্ডোজ ৭। দ্বিতীয় স্থানে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই উইন্ডোজ এক্সপি; এখনও ৪২ দশমিক ৫২ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে অপারেটিং সিস্টেমটির দখলে।

৬ দশমিক ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মাইক্রোসফটের অপর অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা। অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম ওএসএক্স ১০.৭ এবং ওএসএক্স ১০.৬ রয়েছে তৃতীয় এবং চতুর্থ স্থানে। নেট অ্যাপ্লিকেশনের ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলা যায় যে, প্রায় ৯২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বাজারে একচ্ছত্র রাজত্ব করে বেড়াচ্ছে মাইক্রোসফট।

"