Oct 29, 2012

Blogspot ব্লগিং প্ল্যাটফর্ম এ যেভাবে ব্লগ ওপেন করতে হয় _নতুনদের জন্য


যেসব সাইট ফ্রী ব্লগিং এর সুবিধা দিয়ে থাকে তাদের মধ্যে ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস খুব জনপ্রিয়। ব্লগস্পট খুব সহজে হ্যান্ডল করা যায়। ওয়ার্ডপ্রেস এর সুবিধা অনেক বেশি তাই বড় বড় ব্লগগুলাতে এটির কদর অনেক বেশি। এখন আমরা শিখব কিভাবে ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে হয়। ব্লগস্পট এ ব্লগ ওপেন করতে কোন এক্সট্রা অ্যাকাউন্ট খুলতে হয়না। জিমেইল অ্যাকাউন্ট দিয়েই খুব সহজে ব্লগ খোলা যায়।
১) প্রথমে আমাদের http://www.blogger.com                      এই সাইট এ যেতে হবে। সেখানে নিচের ছবিটির মত একটা উইন্ডো আসবে।


http://www.technowpedia.com/wp-content/uploads/2009/03/bloggerhomepage.png

২) নিজের জিমেইল অ্যাকাউন্ট এবং পাস ওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) এখানে ব্লগ এর
একটি টাইটেল দিতে হবে।
৪) ব্লগ এর লিঙ্ক দিতে হবে। লিঙ্ক দেয়ার আগে এটার গ্রহণযোগ্যতা চেক করে নিতে হবে।
৫) ব্লগ ওপেন হয়ে গেলে প্রথমে একটি খালি পেজ আসবে। এখান থেকে নিউ পোস্ট এ ক্লিক করে লেখা শুরু
করতে হবে।
৬) টাইটেল বক্স এ একটি ভাল টাইটেল দিন।
৭) টাইটেল এর নিচের বক্সে নিজের লেখাটি লিখুন।
৮) আপনার পোস্ট যেন সহজে খুজে পাওয়া যায় তাই কয়েকটি ট্যাগ ওয়ার্ড (লেবেল)দিতে হবে।
৯) নিজের লেখাটি একবার দেখে চেক করে নিন।
১০) সবশেষে পাবলিশ করুন
ব্যস হয়ে গেল আপনার নিজের ব্লগ। ক্রমাগত লেখা পোস্ট করতে থাকুন


যেমন: http://nh-it.blogspot.com/


ওয়ার্ডপ্রেস এ ব্লগ খোলার জন্য রেজিস্ট্রেশান করতে হবে এই সাইট এ গিয়ে http://www.wordpress.com
ওয়ার্ডপ্রেস এ পোস্ট দেয়ার অনেক সুবিধা আছে। যেমন- ব্লগস্পট এ আপনি আপনার লেখাটি কি নিয়ে তা
বলে দিতে পারবেন না কিন্তু ওয়ার্ডপ্রেস এ আপনি বলে দিতে পারবেন। ওয়ার্ডপ্রেস আপনাকে প্লাগিন ব্যবহার
করার সুবিধা দিবে। বাইরে থেকে প্লাগিন ইন্সটল করার সুবিধাও দিবে। তাই বড় বড় ব্লগ গুলাতে ওয়ার্ডপ্রেস ব্যবহার অনেক বেশি।





No comments:

Post a Comment

"