Nov 12, 2012


Internet Source – সীমিত থাকার কারণে – খুদা , দারিদ্র , শিক্ষা  তথা মৌলিক চাহিদা  পূরণ   আজকের দিনের জন্য কষ্ট সাধ্য একটা ব্যাপার  । যদি আমরা আমাদের জনসংখা কে জনশম্পদে  পরিনত করতে পারি – তাহলে জনসংখা বৃদ্ধি অভিশাপ না হয়ে আশির্বাদ হবে।  বর্তমানে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের লক্ষে OUT SOURCING একটা যুগোপযোগী পেশা হিসেবে যে কোনো শিক্ষিত বেকার বেছে  নেবে । online earning এখন আর কোনো কল্পনার বিসয় নয় ।  আমাদের আসে পাসে অনেককেই  আমরা দেখসি  যারা interner এর  মাধ্যমে বাংলাদেশের অনেক ভালো চাকরির চাইতেও বেশী  উপার্জন  করসে ।  বাংলাদেশের জনগোষ্ঠির বৃহত একটা অংশ শিক্ষিত কিন্তু বেকার যা সমাজ ও জাতির জন্য বোজা ।  কর্মসংস্থান যাদের জন্য বিশাল একটা সমসসা ।  দেশের এই বৃহত  শিক্ষিত  যুব  সমাজ কে কাজে লাগাতে পারলে আমাদের দেশের অর্থনোয়তিক অবস্থা সুদৃঢ় হবে , তাতে কোনো সন্দেহ নাই ।

বাংলাদেহ্সের  অনলাইন ফ্রীলান্স ট্রেনিং  জগতে প্রথম এবং একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান TEAM- BOTS ( TEAM  BANGLADESH ONLINE TRAINING SCHOOL)  গত কয়েক বসর যাবত শিক্ষিত বেকার যুবকদের  ফ্রীলান্সিং  প্রশিক্ষণ দিয়ে সনির্ভর করে গড়ে তুলসে । আমাদের পার্সবতী দেশ  ভারত , পাকিস্তান, ফিলিপিনে সুধু  OUT সৌর্সিং খাত থেকে যে পরিমান বৈদেশিক মুদ্রা আয়  করে থাকে তা আমাদের মত দারিদ্র প্রিত দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনকাম  উত্তস হিসেবে বিবেচিত হতে পারে ।  বাংলাদেশের পপ্রযুক্তিগত  সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকা সত্তেও আমরা চেষ্টা করলে খুব বেশি  সময় লাগবে না তাদের সারিতে পৌসিতে এবং দেশে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে 

আসুন আমরা OUT SOURCING নামক NEW CONCEPT কে পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের তথা দেশ ও জনগনের
ভাগ্গ্য পরিবর্তন করে দেশ ও জাতি গঠনে আন্তরিক ভাবে চেষ্টা করি.


No comments:

Post a Comment

"