Nov 30, 2011

চট্টগ্রামে শুরু হচ্ছে 'ক্যাস্পারস্কি আইটি ফেয়ার' কম্পিউটার মেলা


চট্টগ্রামের চৌমুহনীর জোহরা টাওয়ারে কাল থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী 'ক্যাস্পারস্কি আইটি ফেয়ার' শীর্ষক কম্পিউটার মেলাচট্টগ্রামের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্যের বাজার 'চিটাগাং কম্পিউটার সিটি'র যাত্রা শুরু উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছেমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র মঞ্জুর আলম মঞ্জুমেলায় দর্শনার্থীদের জন্য কুইজ, পুরস্কার এবং পণ্য ক্রয়ে ছাড়সহ বিভিন্ন উপহার থাকছে বলে জানান মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম রিপন
গত সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আয়োজক কমিটিসংবাদ সম্মেলনে চিটাগাং কম্পিউটার সিটির সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন জুয়েল বলেন, 'আরএফ জোহরা টাওয়ারের তৃতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত প্রায় ৫৪টি স্থায়ী প্রতিষ্ঠানে সারা বছর সব ধরনের প্রযুক্তি পণ্য পাওয়া যাবেএসব পণ্যের বিক্রয়োত্তর সেবা ও গুণগতমান নিশ্চিত করা হবে'
চিটাগাং কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বলেন, 'নিত্যনতুন অত্যাধুনিক ল্যাপটপ, নোটপ্যাড এবং অন্যান্য সরঞ্জামও পাওয়া যাবে এই কম্পিউটার সিটিতে'
সফল আয়োজনের মধ্য দিয়ে মেলা এবং চট্টগ্রামের এই কম্পিউটার সিটি আইটি ব্যবহারকারীদের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি করবে বলে আশা করছেন মেলার মিডিয়া কনসালটেন্ট প্রবীর বড়ুয়ামেলার টাইটেল স্পন্সর ক্যাস্পারস্কিগোল্ড স্পন্সর ফুজিসু, লজিটেক, তোশিবা এবং কো-স্পন্সর ম্যাকগ্রিন, সুপার টেলেন্ট ও ইউসিসিমিডিয়া পার্টনার দৈনিক আজাদী, রেডিও টুডে এবং এটিএন নিউজ

____

No comments:

Post a Comment

"