Apr 16, 2012

আপনার পিসিতে লোকালহোস্ট তৈরি করুন


http://localhost কিংবা http://localhost/phpmyadmin  লোকালহোস্ট সেটআপ রা..

যেকোনো ওয়েবসাইট চালানোর জন্যে আপনার দরকার হবে হোস্টিং-এর। সহজ ভাষায় হোস্টিং হল আপনার সাইটের প্রয়োজনীয় তথ্যাদি (ফাইল, ডাটাবেজ ইত্যাদি) রাখার জায়গা। এসব তথ্য যেখানে রাখা হয়, তাকে বলে সার্ভার। একটি সার্ভার বানানো অনেক ব্যয়বহুল; সাধারণত ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সবাই সার্ভার থেকে কিছু পরিমান জায়গা ভাড়া করেন। এরপর ডোমেইন (ওয়েবসাইটের ঠিকানা) সেটআপের বিষয় আছে। কিন্তু আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন তখন নিশ্চয়ই ডোমেইন-হোস্টিং কিনতে যাবেন না! তবে প্র্যাকটিস করার জন্যে আপনার নিজের কম্পিউটারকে একটি ছোটখাটো সার্ভার বানিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাইটটি ওয়েবে পাবলিশ হবে না, অর্থা কেউ আপনার সাইট দেখতে পারবে না। কিন্তু আপনি আপনার মনের মতো করে প্র্যাকটিস করে যেতে পারবেন। নিজের কম্পিউটারে বানানো এই সার্ভারকে লোকালহোস্ট বলে
পূর্বে লোকালহোস্ট বানানোর জন্যে কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আলাদাভাবে ইন্সটল করতে হতো। এই ঝামেলার কাজটিকে সহজ করে দিয়েছে XAMPP এবং WAMPP-এর মতো কিছু অসাধারণ সফটওয়্যার।
WAMPP হল Windows ভিত্তিক, এর নামের অন্যান্য বর্ণগুলো যথাক্রমে Apache HTTP Server, MySQL database, PHP এবং Perl প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে বুঝায়। এদিকে XAMPP উইন্ডোজ লিনাক্স উভয় প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। তুলনামূলক বিচারে XAMPP বেশি জনপ্রিয়তা পেয়েছে
এই লিংক থেকে XAMPP ডাউনলোড করুন অন্যান্য সফটওয়্যারের মতোই ইন্সটল করুন। ইন্সটল হওয়ার পর C ড্রাইভে xampp নামে একটি ফোল্ডার তৈরি হবে, এই ফোল্ডারের মধ্যে htdocs নামের আরেকটি ফোল্ডার পাবেন। এটি আপনার লোকালহোস্টের রুট ফোল্ডার হিসেবে কাজ করবে। অর্থা এই ফোল্ডারে যে ফাইলগুলো রাখবেন, সেগুলো আপনার ব্রাউজারে http://localhost ঠিকানায় দেখাবে
এবার নিজের সার্ভার বানিয়ে ফেলুন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানান। আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে
সবাই ভালো থাকবেন। শুভকামনা

No comments:

Post a Comment

"