Apr 16, 2012

নোটপ্যাডের মাধ্যমে RAM Clean করে আপনার কম্পিউটারের স্পিড বাড়ান।


নোটপ্যাডের মাধ্যমে RAM Clean করে আপনার কম্পিউটারের স্পিড বাড়ান।
আমাদের Computer যখন অনেক প্রোগ্রাম একসাথে তখন আমাদের কম্পিউটার বেশ Slow কাজ করে।এর প্রধান কারন হল RAM.কারন,যখন অনেক প্রোগ্রাম একসাথে চলে তখন RAM Full হয়ে যায়।এ অবস্থায় আমরা RAM কিছুটা Clean করে Computer এর Speed বাড়াতে পারি।সুতরাং আমাদেরকে যা করতে হবে তাহল,নোটপ্যাড ওপেন করে নিচের Command টি লিখতে হবে:
FreeMem=Space(64000000)
এবার একে যেকোন ফাইল নেম দিয়ে .vbs ফাইল হিসেবে সেভ করুন।এবার ফাইলটিকে রান করালে কিছুটা RAM Clean হবে এবং আপনার Computer টি দ্রুত কাজ করবে।
এছাড়াও আপনি যদি আরও মেমরি ক্লিন করতে চান তবে নিচের Command গুলো দেখুন:
FreeMem= (256000000) for 256 mb
FreeMem= (128000000) for 128 mb
FreeMem= (72000000) for 72 mb

No comments:

Post a Comment

"