Dec 26, 2012

Error 0x0000007E বন্ধ করুন খুব সহজে


কিভাবে Error 0x0000007E  বন্ধ করতে হয়। আমরা অনেক সময় পিসিতে বড় হাই পাওয়ার ফুল গেম খেলি । গেম চলাকালিন সময় অনেক সময় নীল স্ক্রীন চলে আসে । এর কারন হল সাধারনত ইন্টেল বেস কম্পিউটার এ SysPrep image তৈরি হলে এই সমস্যা হয়। এতি non-Intel এও হতে পারে। যার কারনে registry entry পরিবর্তন হয়ে যায় ।
নিচের step গুলো ফলো করুন 
error-150x150

১। Computer Safe Mode এ অন করুন।
২। তারপর Start ->Run ->Type করুন  REGEDIT -> Enter চাপুন ।
৩। নিচের step গুলো ফলো করুন।
HKEY_LOCAL_MACHINE
SYSTEM
CurrentControlSet
Services
Intelppm
৪। ডান পাশের কলাম থেকে START খুঁজে বেড় করুন ।
৫। এর value 4 করে দিন এবং ok করুন।
এবার Registry Editor বন্ধ করে Computer Shut down দিন। এবং কম্পিউটার রিস্টার্ট দিন ।
ভাল থাকবেন সবায়। ভাল লাগলে Comment করবেন প্লিজ। তাহলে উৎসাহ পাব।

No comments:

Post a Comment

"