Jan 13, 2013

ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন এ মেইল দেখা যাবে


ইন্টারনেট ছাড়া এখন মেইল দেখতে পারবেন খুব সহজে। কম্পিউটারে বসে ইন্টারনেটে কাজকরছেন। কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা ইন্টারনেটের গতি খুবকম। কিন্তু এখন আপনার জিমেইলে -মেইল এসেছে কি না তা দেখা জরুরি। কীকরবেনজিমেইলের অফলাইন মোড নামে একটি সুবিধা আছেযেটা সক্রিয় রাখলেইন্টারনেটে যুক্ত না থেকেও (অফলাইনজিমেইল চেক করতে পারবেন। এটি সক্রিয়করতে www.google-chrome.todownload.com/  ঠিকানার ওয়েব পেইজ থেকে ওয়েবসাইটদেখার সফটওয়্যার গুগল ক্রোম বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোডইনস্টল করে নিন।যদিকম্পিউটারে গুগল ক্রোম ইনস্টল করা থাকে তবে এটা নামাতে হবে না।
এখনhttps://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk ঠিকানায়গিয়ে ওপরে ডান পাশ থেকে জিমেইলে ঢুকুন (সাইন-ইন) তারপর ওপরে ডান পাশথেকে Add to Chrome- ক্লিক করুন। ছোট একটি সফটওয়্যার ইনস্টল করতে বললেইনস্টল করুন। এখন ওপরে ডান পাশ থেকে Launch App- ক্লিক করুন। নতুন পেইজএলে Allow offline mail নির্বাচন করে Continue- ক্লিক করুন। এখন অফলাইন মোডেআপনার জিমেইলের ইনবক্স দেখতে পাবেন। এই পেইজটিই হলো অফলাইন মোডেজিমেইল।
সম্পূর্ণ জিমেইল অর্থা  ইনবক্সআউটবক্সসেন্ট মেইলড্রাফটসক্যালেন্ডারডকস,স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে ওপরে ডান পাশে Menu-ক্লিক করুন। কারও কাছে -মেইল পাঠাতে হলে Compose- ক্লিক করে মেইল লিখেSend- ক্লিক করলে আপনার -মেইলটি যাওয়ার জন্য রেডি হয়ে আউট বক্সে থেকেযাবে। যখনই আপনার ব্রাউজার ইন্টারনেট সংযোগ পাবেসঙ্গে সঙ্গে মেইলটি চলে যাবে

No comments:

Post a Comment

"