Jan 16, 2013

ইন্টারনেট এ সুরক্ষা | প্রক্সি এবং এর প্রকার


প্রক্সি সার্ভার কি?


প্রক্সি সার্ভার হল আপ্নার আর ইন্টারনেট এর মাঝের একটা দেয়াল । এর মাধমে আপনি আপনার পরিচয় গোপন রাখতে পারেন আইপি হাইড এর মাধ্যমে ।

প্রকারভেদঃ প্রক্সির প্রকারভেদ যেমন দেয়াল মজবুত ও হতে পারে আবার সাধারন ও হতে পারে ঠিক তেমনিও প্রক্সি ।



১) সাধারন প্রক্সি
২)আননিমাউস প্রক্সি
৩)এলিট প্রক্সি

কিন্তু কিভাবে ব্যবহার করব প্রক্সিগুলো?
আমরা প্রক্সি ব্যবহার করতে পারে আমাদের ওয়েব ব্রাউজার'কে কনফিগার করে এছাড়াও অন্যান্য উপায় বিদ্যমান (আলোচনা করা হবে)
আমরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করব ।
প্রথমে মজিলা ফায়ারফক্স ওপেন করুন না থাকলে ডাউনলোড করে ওপেন করুন ।
মেনু থেকে অপশন এ যান --
Advanced Option এ যান ---




Network এ যান --
এবার Connection এর Settings এ যান ।
এবার Manual Proxy Configure এ যান এবং আপনার প্রক্সি বসান ।
আমরা হ্যাকিং এর জন্য এলিট প্রক্সিচেইন ব্যবহার করব ।
- হ্যাকিং এর জন্য সাধারন প্রক্সি ব্যবহার করা উচিত নয় ।-

No comments:

Post a Comment

"